সত্যি কি শেষ হচ্ছে জি-বাংলার ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিক? অবশেষে মুখ খুললেন ধারাবাহিকের নায়িকা পারিজাত

মিত্তির বাড়ি

আচমকাই জি-বাংলার চ্যানেলের এবং প্রোডাকশন হাউসের ঝামেলার কারণে নাকি শেষ হতে চলেছে একাধিক মেগা ধারাবাহিক। তার মধ্যে রয়েছে মিঠিঝোরা, চিরিদিনিই তুমি যে আমার আর মিত্তির বাড়ি, দুগামনি। এই সব ধারাবাহিক বন্ধের খবর শোনা যাচ্ছে।

তারই মধ্যে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় জানিয়ে দিয়েছেন ‘চিরদিনিই তুমি যে আমার’ শেষ হচ্ছে না। তাহলে মিত্তির বাড়ি? মাত্র দুই মাসেই কি বন্ধ হয়ে যাবে এই মেগা ধারাবাহিক? অবশেষে এই নিয়ে মুখ খুললেন ধারাবাহিকের নায়িকা জোনাকি ওরফে পারিজাত চৌধুরী।

মিত্তির বাড়ি ধারাবাহিকের বন্ধ হওয়ার প্রসঙ্গে পারিজাত হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছেন, ‘না না এটা সম্পূর্ণ ভুল খবর। আমরা এখনো খুব ভালো করে শ্যুটিং করছি। আর আশা করছি আরও কিছুদিন শ্যুটিং করার সুযোগ পাব।’ অর্থাৎ চিন্তার কারণ নেই এখনি ধারাবাহিক বন্ধ হচ্ছে না।