সত্যি কি শেষ হচ্ছে ‘কোন গোপনে মন ভেসেছে’? মুখ খুললেন ধারাবাহিকের নায়িকা শ্বেতা ভট্টাচার্য

শ্বেতা ভট্টাচার্য

জি-বাংলায় নতুনের আগমনে বিদায় নিচ্ছে একের পর এক জনপ্রিয় মেগা। এবার আরও এক ধারাবাহিকের বিদায়ের পালা, তেমনটাই ইঙ্গিত দিলেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। গুঞ্জন শোনা যাচ্ছে, শেষ হতে চলেছে ‘কোন গোপনে মন ভেসেছে’। আদেও এই খবর সত্যি কিনা তা নিয়ে এবার মুখ খুললেন ধারাবাহিকের নায়িকা শ্বেতাও মেগার অন্যান্য কলাকুশলীরা।

সদ্যই নতুন ধারাবাহিক ‘জোয়ার ভাটা’-এর প্রোমো প্রকাশ্যে এসেছে। তারপর থেকেই ‘কোন গোপনে মন ভেসেছে’ শেষ হওয়ার গুঞ্জন আরও জোড়ালো হয়েছে। তবে এই গুঞ্জন কি সত্যি?

সম্প্রতি মেকআপ রুমে বসে একটি ভিডিয়ো পোস্ট করেন শ্বেতা। ভিডিয়োর শুরুতে তাকে বলতে শোনা যায়, ‘আমি প্রচুর ম্যাসেজ পাচ্ছি যে, ‘দিদি শেষ করবেন না কোন গোপনে মন ভেসেছে। যদিও এটা আমাদের হাতে নেই। তবুও আমি সকলের থেকে জেনে নিতে চাইব তাঁদের কী বক্তব্য।’

এরপর সহ-অভিনেত্রীদের দিকে ক্যামেরা ঘোরান শ্বেতা। তারা বলেন, ‘আমরা এখনও খবর পাইনি শেষ হচ্ছে বলে। তাই আমরা মন দিয়ে কাজটা করছি।’ এরপর মেকআপ আর্টিস্ট ও হেয়ার ড্রেসারদের থেকেও জানতে চাওয়া হলে তারা জানান, ‘না না শেষ হচ্ছে না। আমরা ২০২৬ পর্যন্ত আছি।’

শেষে শ্বেতা জানান, ‘আমরা কেউ কিছু জানি না বিশ্বাস করুন। যেটা হবে ভালোই হবে। আর সব কিছুরই তো একটা শেষ থাকে। দেখা যাক কী হয়।’