ফেসবুক খুললেই বিগ কয়েক দিন ধরেই টাইম লাইন জুড়ে ঘোরাফেরা করছে ‘এক প্লেটে তিনটে পরোটা, আনলিমিটেড তরকারি, একটা কাঁচালঙ্কা, এক টুকরো পেঁয়াজ, একটা সেদ্ধ ডিম- ৩০ টাকা’। আশাকরি, বুঝতে পেরেছেন কার কথা বলা হচ্ছে? হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় পকেট পরোটা খ্যাত ভাইরাল রাজুদা।
সোশ্যাল মিডিয়ার দৌলতে ভাইরাল ‘রাজুদা’-কে চেনেন না এমন লোক খুব কমই রয়েছেন। তেলছাড়া পরোটা বিক্রি করেই এখন ভাইরাল রাজুদা। আর তার পরোটা খাওয়ার জন্য তার দোকানে সামনে ভিড় জমে ভুড ব্লগার থেকে সাধারণ মানুষের।
শিয়ালদার কোলে মার্কেটের পসরা সাজিয়ে পরোটা বিক্রেতা রাজুদা এতটাই ভাইরাল হন যে ছোটপর্দায় এক রিয়্যালিটি শোয়েও তাকে দেখা যায়। তবে শোনা যাচ্ছে, এবার নাকি ভাইরাল রাজুদা পা রাখতে চলেছেন ওয়েব সিরিজে? তাও আবার ওটিটি প্ল্যাটফর্মের আসন্ন ‘পুরো পুরী একেন’ সিরিজ়ে।
এই খবর ছড়িয়ে পড়তেই চারিদিকে হৈ চৈ। অনেকেই আবার প্রশ্ন তুলেছেন, ‘অভিনয় না জেনে শুধুমাত্র জনপ্রিয়তার খাতিরে আজকাল ওয়েব সিরিজে সুযোগ মিলছে। বাংলা বিনোদন জগতের একি হাল!’ সত্যিই কি ‘একেন’ সিরিজে অভিনয় করবেন সোশ্যাল মিডিয়া ভাইরাল রাজুদা?
তবে এবার এই সময় অনলাইন তুলে ধরলেন আসল সত্য। ‘একেন’-এর প্রযোজনা সংস্থার সঙ্গে যোগাযোগ করেছিলেন এই সময় অনলাইন। প্রযোজনার সংস্থার তরফ থেকে জানানো হয়েছে, রাজুদা এই সিরিজে সরাসরি থাকবেন না তিনি শুধুমাত্র সিরিজের প্রমোশনে থাকবেন।