টলিপাড়ায় যেমন নতুন সম্পর্ক গড়ছে, তেমন বহু সম্পর্ক ভাঙার গুঞ্জন উঠে আসছে প্রতিনিয়ত। গত কয়েকদিন ধরে স্টুডিও পাড়ায় ফিসফাস তুমুল অশান্তি বেঁধেছে উদয় প্রতাপ সিং- অনামিকা চক্রবর্তীর সংসারে।
সোশ্যাল মিডিয়া থেকে উদয়ের সঙ্গে সব ছবি সরিয়ে দিয়েছিলেন অনামিকা। তার পরেই যত আলোচনার সূত্রপাত। যদিও উদয়ের প্রোফাইলে জ্বলজ্বল করছে স্ত্রীর সঙ্গে ছবি। জল্পনা শোনা গিয়েছিল, উদয়ের সাফল্য নাকি মেনে নিতে পারছেন না স্ত্রী অনামিকা। এজন্যেই অশান্তি থেকে দাম্পত্য চির ধরে।
সম্প্রতি উদয়ের করা মন্তব্য বিচ্ছেদের গুঞ্জনে যেন আগুনে ঘি ঢালার মত। উদয়ের কথায়, মন মেজাজ ভীষণ খারাপ, রাতে ঠিকমত ঘুম হয় না পর্যন্ত।
তবে এই মন্তব্য অনামিকাকে ঘিরে নয়। বরং সম্পুর্নটাই পরিণীতা ধারাবাহিকে কাজের প্রসঙ্গে। পর্দায় উদয়কে প্রানবন্ত দেখলেও ব্যক্তিগত জীবনে খেলাধুলা ভীষণ পছন্দ করেন। কিন্তু কাজের চাপে বাড়িতে পর্যাপ্ত সময় দেওয়া কঠিন হয়ে পরছে অভিনেতার কাছে। এমনকি রাতে ঠিকমন ঘুম না হওয়ায় মন মেজাজ খারাপ থাকছে। অভিনয় জগতের বাইরে খেলাধুলোর জন্য সময় না পাওয়ায় মন খারাপ উদয়ের।
অনামিকাকে নিয়ে ভুয়ো খবর উরিয়ে অভিনেতা জানিয়েছেন, উদয় যখন জি বাংলার ‘পরিণীতা’ ধারাবাহিকে ‘রায়ান’-এর চরিত্রে অভিনয় শুরু করেন, তখন থেকেই অনামিকা তাকে প্রতিনিয়ত সমর্থন জুগিয়ে গিয়েছেন। মজার বিষয় হলো, অনামিকা নিজেও একজন দাপুটে অভিনেত্রী, তাই অভিনয় জগতের খুঁটিনাটি নিয়ে তাদের মধ্যে দারুণ বোঝাপড়া।
ধারাবাহিকের নায়ক-নায়িকার কেমিস্ট্রি নিয়ে বাস্তব জীবনের সঙ্গীরা অনেক সময় নিরাপত্তাহীনতায় ভোগেন, কিন্তু অনামিকার ক্ষেত্রে বিষয়টি ঠিক উল্টো। পরিণীতার গোটা ইউনিট এবং ঈশানীর সঙ্গেও দারুণ বন্ডিং অনামিকার। শ্য়ুটিংয়ের ফাঁকে একসঙ্গেও সময়ও কাটান তারা।

