নীল-তৃণা’র বিচ্ছেদের খবরের মাঝেই আচমকাই সোশ্যাল মিডিয়ায় চর্চা শুরু হয় আরেক টেলি দম্পতিকে ঘিরে। তারা হলেন ছোটপর্দার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং ‘পরিণীতা’ ধারাবাহিকের নায়ক উদয় প্রতাপ সিংহ।
আচমকাই নিজের সোশ্যাল একাউন্ট থেকে উদয়ের সাথে সব ছবি মুছে ফেলেন অনামিকা আর তারপর থেকেই সন্দেহের দানা বাঁধে নেটিজেনদের মনে। কিছুদিন আগে একটি পোস্টে নিজেকে ‘একা’ বলে দাবি করেছিলেন ছোটপর্দার হিয়া। আর তারপরেই বিয়ের ছবি ডিলিট করায় দুয়ে দুয়ে চার করেন সকলে।
সত্যিই কি দাম্পত্য জীবনে ইতি টানছেন অনামিকা? এবার নিজেই মুখ খুললেন। সরাসরি না বললেও একটি পোস্টের মাধ্যমে অভিনেত্রী বুঝিয়ে দিলেন পুরোটা গুজব।
সম্প্রতি একটি প্রাকৃতিক দৃশ্যের ছবি শেয়ার করে অনামিকা লেখেন, “কিছু তো লোকেরা বলবেই, কারণ লোকেদের কাজই হল নানা কথা বলা। এই ছবিটা আমার ক্যাপশনের মতো। কোনও টার সাথে কোনও টার মিল নেই। সাবধান খুব সাবধান। দর্শক, আমার প্রিয় মানুষ গুজবে কান দেবেন না, ধন্যবাদ!”

