সত্যিই বন্ধ হচ্ছে ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক? অবশেষে মুখ খুললেন নায়িকা অঙ্কিতা মল্লিক

 

অঙ্কিতা মল্লিক

সদ্যই প্রকাশ্যে এসেছে ‘বেশ করেছি প্রেম করেছি’ ধারাবাহিকের দিনক্ষন। আগামী ৮ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এই মেগা। দেখা যাবে জি-বাংলার অন্যতম পুরনো এবং ‘স্টার’ ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’র স্লটেই, অর্থাৎ সন্ধ্যা ৭টায়।

২০২২ সাল থেকে টানা ৩ বছর ধরে দর্শক মনে জায়গা করে নিলেও কি ‘জ্যাস সান্যাল’-এর সফর এখানেই শেষ? কী জানালেন পর্দার জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক? জল্পনা ছড়াতেই আজকাল ডট ইন কে শুট চলাকালীন ফোনে অভিনেত্রী জানান, “আমি শুটে আছি, এখনই বিস্তারিত বলতে পারব না। শটে না থাকলেও বলতে পারতাম না, কারণ এখনও পর্যন্ত এই বিষয়ে কিছু জানি না।”

অঙ্কিতার কথায় ধোঁয়াশা না কাটলেও জগদ্ধাত্রী শেষের খবরে সিলমোহর দেন অভিনেত্রী প্রিয়ান্তিকা মুখোপাধ্যায় ওরফে পর্দার ‘কাঁকন’-এর পোস্ট। সম্প্রতি ইনস্টাগ্রামে একগুচ্ছ ছবি পোস্ট করে প্রিয়ান্তিকা লেখেন,

“বিদায় এবং ধন্যবাদ টিম জগদ্ধাত্রীকে। বিশেষ করে স্নেহাশিস স্যার এবং রূপসাদিকে। আমরা যেহেতু এই সুন্দর সফরের শেষে এসে পৌঁছেছি, আমি আন্তরিকভাবে আমার কৃতজ্ঞতা জানাচ্ছি। সময় যত এগিয়েছে এটা কেবল একটা শো হিসেবে থেমে থাকেনি, বরং তার বেশি হয়ে উঠেছে।”

“ভারাক্রান্ত হৃদয় নিয়ে বিদায় জানাচ্ছি, কিন্তু আমি তোমাদের (স্নেহাশিস চক্রবর্তী এবং রূপসা চক্রবর্তী) প্রশংসা করছি এই প্রজেক্টের জন্য তোমরা যেভাবে কঠোর পরিশ্রম করেছ তার জন্য। ধন্যবাদ সমস্ত স্মৃতি, হাসি, মজা এবং কান্নার জন্য। জগদ্ধাত্রী এবং ব্লুজ প্রোডাকশন টিমের সকলকে শুভেচ্ছা জানাই আগামী কাজের জন্য।”