‘অহংকারী সুদীপা-বয়কট রান্নাঘর’, দাবি নেটিজেনদের! কমল টিআরপি, বয়কটের জেরে রান্নাঘর থেকে কি সরতে চলেছেন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়?

সুদীপা চট্টোপাধ্যায়

অনলাইন ফুড ডেলিভারি সংস্থার ডেলিভারি বয়দের অপমান করায় রোষের মুখে রান্নাঘরের সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায়। তাঁর ব্যবহারে গর্জে উঠেছেন গোটা নেটপাড়া। সোশ্যাল মিডিয়ায় দাবি,  ‘অহংকারী, অভদ্র সুদীপা চট্টোপাধ্যায়কে রান্নাঘর থেকে বয়কট করা হোক’। যদি বয়কট না করায় হয় জি-বাংলার রান্নাঘর দেখবেন না কেউ। এমনকি সেই প্রভাব ইতিমধ্যে পড়ে গিয়েছে টিআরপি তালিকায়। সোজা তলানিতে চলে এসেছে টিআরপি’র রেটিং।

প্রসঙ্গত, ডেলিভারি বয় ফোন করে দরজা খুলতে বলায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ক্ষোভপ্রকাশ করে সুদীপা চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, ‘আমি কি দারোয়ান যে গেট খুলব’। তাঁর এই মন্তব্যের পর থেকেই বিতর্ক সৃষ্টি হয়েছে। তাঁর মানসিকতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। যদিও পোস্টটি পরে ডিলিট করে দেওয়া হয়। কিন্তু ততক্ষণে পোস্ট ছড়িয়ে পড়েছে গোটা সোশ্যাল মিডিয়া।

সুদীপা চট্টোপাধ্যায়ের এই মন্তব্যে ধিক্কার জানান অভিনেতা অরিত্র দত্ত বণিক। শিল্পীর হয়ে এরকম মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র নিন্দা জানায় অরিত্র। আর তারপর থেকেই সুদীপা আর অরিত্রের একটি ঠাণ্ডা লড়াই  চলছে। লাইভে এসে সঞ্চালিকা জানান, “কে অরিত্র? জীবনে কী করেছে যে ওর কথা শুনতে হবে?’ বড়দের সম্মান দিতে জানে না। এমনকি অরিত্রের বাবা-মাকেও নিয়ে কথা বলেন।

তবে ডেলিভারি বয়দের এহেন অপমান কিছুতেই সহ্য করবেন না নেটিজেন। তাই ‘রান্নঘর বয়কটের’ দাবি জানায় চ্যানেল কর্তৃপক্ষের কাছে। তাহলে কি এবার রান্নঘর থেকে সরানো হবে সুদীপা চট্টোপাধ্যায়কে।

সুদীপা চট্টোপাধ্যায়

গুঞ্জন উঠেছে, পাবলিকের রোষে পড়ে সুদীপাকে রান্নাঘর থেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত চলছে। আর তাঁর জায়গায় আসতে পারেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য, কারণ এর আগেও কয়েকবার সঞ্চালনার দায়িত্ব সামলেছেন তিনি। তবে এই খবর আদেও সত্যিই কিনা তা এখনও যাচাই করা হয়নি।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here