কমছে টিআরপি রেটিং! পালটে যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’ শোয়ের সঞ্চালক?

ডান্স বাংলা ডান্স

পর্দায় টিআরপি কমছে ডান্স বাংলা ডান্স রিয়ালিটি শোয়ের। আর এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে সমালোচনা। নেটিজেনদের এক অংশ মনে করছেন হয়ত এই শোয়ের অ্যাঙ্কার পরিবর্তন করলেই কিছুটা হলেও এই শোয়ের রেটিং বাড়তে পারে।

ডান্স বাংলা ডান্স এর আগের সিজন গুলোতে সঞ্চালকের ভূমিকায় কাজ করতে দেখা গেছে অভিনেতা অঙ্কুশ হাজরা কে। বহহুদিন পর এই শোয়ে ফিরে এসেছেন যিশু সেনগুপ্ত। একসময় যিশুও এই শোয়ের অ্যাঙ্কার ছিল। নেটিজেনদের ধারণা অনুযায়ী, যিশু কিংবা অঙ্কুশের মধ্যে যেকোন একজন অ্যাঙ্কার হিসাবে কাজ করলে অন্য মাত্রায় পৌঁছাতে পারে এই শো।

তবে কি ডান্স বাংলা ডান্স এর অ্যাঙ্কার পরিবর্তন হতে পারে? এই প্রসঙ্গে শোয়ের পরিচালক অভিজিৎ সেনের সাথে যোগাযোগ করা হলে পরিচালক স্পষ্ট জানিয়েছেন যে তারা এই মুহূর্তে অ্যাঙ্কার পরিবর্তনের কথা চিন্তাভাবনা করছেন না। এখনও বাচ্চাদের দিয়েই অ্যাঙ্কারিং যেমন চলছে তেমনই চলবে।

আপাতত ছোট্ট খুদেদের উপর ভরসা রেখেই এগোবে এই শো। ডান্স বাংলা ডান্স এর আগামী দিনের পর্বগুলি কি পারবে রেটিং যুদ্ধে এগিয়ে যেতে? সেটাই দেখার পালা।