জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘মিঠাই’। টানা ২ বছর ধরে সাফল্যের সঙ্গে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। বর্তমানে দাঁড়িয়ে একের পর এক ধারাবাহিক শেষ হচ্ছে মাত্র ৩ থেকে ৭ মাসেই। সেখানে মিঠাই ধারাবাহিকটি দিনের পর দিন সম্প্রচার হচ্ছে। ৫৬ বারের বেশি বাংলার টপার হয়েছে এই ধারাবাহিক।
পুরনো হতে জনপ্রিয়তা কমলেও মিঠাই ধারাবাহিকের অসংখ্য ফ্যান পেজ। তাঁর ভক্তরা চায় ৩ থেকে ৪ বছর চলুক এই ধারাবাহিক। তবে ২ বছর হতেই সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন বন্ধ হয়ে যাবে মিঠাই ধারাবাহিক। এই খবরে মন খারাপ ভক্তদের। সত্যিই কি বন্ধ হচ্ছে মিঠাই? মিঠাইয়ের বন্ধ হওয়ার খবরে অবশেষে মুখ খুললেন নির্মাতারা।
মিঠাই ধারাবাহিকের নির্মাতাদের অন্দরের খবর অনুযায়ী, এখনি চিন্তার কারণ নেই। আপাতত বন্ধ হচ্ছে না মিঠাই। তবে শুরু হলে শেষ হবেই। সম্ভবত জুন-জুলাই পর্যন্ত এখনো চলবে এই ধারাবাহিক। তারপর টিআরপি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন চ্যানেল। তবে সূত্রের খবর অনুযায়ী যাচ্ছে, ভক্তদের জন্য বেশকিছু বড় চমক অপেক্ষা করছে।