ফের কি জোড়া লাগছে সুস্মিতার সংসার? অভিনেত্রীর পোস্ট ঘিরে শুরু জল্পনা

অভিনেত্রী সুস্মিতা রায়

অভিনেত্রী সুস্মিতা রায়ের নতুন পোস্ট ঘিরে জল্পনা শুরু। ফের কি এক হতে চলেছে সব্যসাচী চক্রবর্তী আর সুস্মিতা রায়ের সংসার? বেশকিছু দিন ধরে সায়ক চক্রবর্তী তার কুটনি বৌদির সাথে পারিবারিক ভিডিও  ইউটিউবে পোস্ট করছে। পাশাপাশি সুস্মিতার এই নতুন পোস্ট আরও সন্দেহ বাড়িয়ে তুলল।

কিছুদিন আগে এক সাক্ষাৎকারে সুস্মিতাকে প্রশ্ন করা হয়েছিল আবার যদি সংসার জোড়া লাগে তিনি কি ফিরবেন। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তার চোখে ইচ্ছে প্রকাশ পেয়েছিল। নিজেকে সামলে বলেছিলেন এরকম যদিও হয়তো কখনো সেটাও জানতে পারবেন।

বিচ্ছেদের পর অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ায় যেই পোস্টগুলি শেয়ার করেছেন তাকে সিঁদুর পরতে আর দেখা যায়নি। তবে আচমকাই তার অফিসের পুজোতে তাকে সাজগোজ করতে দেখা গেল। কপালে লাল টিপ, সিঁথিতে সিঁদুর। যা চোখ এড়ায়নি নেটিজেনদের। আর এই ভিডিও সামনে আসতেই শুরু জল্পনা।

কারণ তাদের ভক্তরা চান সব্যসাচী আর সুস্মিতা আবার এক হোক। যদিও বর্তমানে নিজের ব্যবসা নিয়েই ব্যস্ত রয়েছেন। এদিকে সুস্মিতাকে আবার সিঁদুর পরতে দেখে ঘর জোড়ার আশা বাঁধছেন অনুরাগীরা।