ডিভোর্স ভুলে জোড়া লাগছে সুদীপ-পৃথার সংসার?

সুদীপ-পৃথা

তারকাদের বিয়ে, সংসার ভাঙার গল্প নতুন কিছু নয়। কিছুদিন আগে সামনে এসেছিলেন অভিনেতা সুদীপ মুখোপাধ্যায় এবং তার স্ত্রী পৃথা চক্রবর্তীর ডিভোর্সের খবর। প্রথমে পৃথা তাদের আলাদা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানালেও সুদীপ সেটাকে প্রাঙ্ক বলে চালিয়ে দেন।

পরে তাদের ডিভোর্সের পেপারের ছবি ভাইরাল হলে সোশ্যাল মিডিয়ায় অভিনেতা স্বীকার করে নেন তিনি তার স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন। সুদীপ মুখোপাধ্যায়ের দ্বিতীয় বিয়ে ভাঙার খবরে তোলপাড় হয় সোশ্যাল মিডিয়ায়। ১০ বছরের দাম্পত্য জীবন এক ঝটকায় ভেঙে যায়।

ডিভোর্সের পর দুই ছেলেকে নিয়ে আলাদা থাকছেন পৃথা। শোনা যায় পৃথা আর সুদীপের মধ্যে মুখ দেখাদেখিও বন্ধ। তবে ছেলে ঋদ্ধির জন্মদিনে কি আবার একসঙ্গে হলেন সুদীপ আর পৃথা?

পৃথা তার ফেসবুক একাউন্টে (নাম সঞ্চারী চক্রবর্তী) একটি ছবি শেয়ার করেন। যেখানে সুদীপ এবং তার ছেলের আদুরে মুহূর্ত ফ্রেমবন্দি। ছবি শেয়ার করে পৃথা লেখেন, ‘বাবা আর তার ছানা’। শুধু ছবি পোস্ট করেন তা নয়, সুদীপকেও ট্যাগ করেন। আর সেই ছবি দেখেই অনেকের মনে কৌতূহল জেগেছে তাহলে কি সুদীপ আর পৃথার ভাঙা সংসার জোড়া লাগছে? কারণ বিয়ে ভেঙে আবার এক হতে দেখা যায় অনেক তারকাদের। যেমন ছেলের জন্য আবার একসঙ্গে সংসার করছেন রাহুল আর প্রিয়াঙ্কা। তাহলে সুদীপা আর পৃথার ক্ষেত্রেও কি সেরকম কিছু ঘটবে? সেটা সময় বলবে।