টেলিভিশনের পর্দায় কিছু চরিত্র দর্শক মনে এতটাই দাগ কাটে যারা না থাকলে মনে হয় পুরো ধারাবাহিকটাই অসম্পুর্ন। কিছুদিন আগেই যেমন গোপাল চরিত্রে দ্রোণের চলে যাওয়া কিছুতেই মানতে পারেনি দর্শক। এবার বিদায়ের তালিকায় চিরদিনই তুমি যে আমারের একজন প্রিয় চরিত্র।
শুরু থেকেই যে চরিত্রটি ছাড়া গল্প অসম্পুর্ন মনে হয়েছে তেমনই একটা চরিত্র হল অপর্না মায়ের চরিত্র। আর এই চরিত্রে দর্শকের মন জিতেছেন অভিনেত্রী সুচন্দ্রা ব্যানার্জি। দর্শক যদিও তাকে ‘সুমি’ বলেই বেশি চেনেন।
জিতু-দিতিপ্রিয়ার ঝামেলার পর এবার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের ভক্তদের জন্য বিরাট বড় ধাক্কা। ধারাবাহিক থেকে বাদ পড়তে চলেছেন পর্দার ‘সুমি’। এই মুহুর্তে গল্পের মোড় ঘুরিয়ে আর্য অপর্নার বিয়ে হয়েছে। স্বাভাবিকভাবেই শেষ হয়েছে মায়ের দায়িত্বের বড় অধ্যায়। দর্শকের জল্পনা শুরু এখান থেকেই।
খুব শিগগিরই স্টার জলসার আসন্ন নতুন্ম ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’ তে মায়ের চরিত্রেই দেখা যেতে পারে সুচন্দ্রা ব্যানার্জিকে। আর এই দিউ ধারাবাহিকের প্রযোজনাতেই রয়েছে একই প্রোডাকশন হাউস এসভিএফ।
তবে কি নতুন ধারাবাহিকে পা রাখতেই চিরদিনই তুমি যে আমার ছারছেন সুচন্দ্রা? নাকি ধারাবাহিকে অভিনেত্রীর উপস্থিতি কমবে। সেটা এখনও স্পষ্ট নয়। অভিনেত্রী এই বিষয়ে আপাতত মুখ খোলেননি। এমনকি চ্যানেলের তরফেও কিছু জানানো হয়নি।

