জি-বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক হল ‘নিম ফুলের মধু’। এক সময় বাংলার শীর্ষস্থানে রাজ করত এই ধারাবাহিক। সৃজন-পর্ণা জুটি দর্শকের ভীষণ পছন্দের। তবে স্লট পরিবর্তন হওয়ার পর এই মেগা টিআরপির দশের তালিকা থেকে বেরিয়ে যায়।
এদিকে টিআরপি বাড়াতে নিম ফুলের মধু’র গল্প এগিয়ে গেছে ১৭ বছর। যেখানে গল্পের নায়িকা সৃজন-পর্ণার মেয়ে পুঁটি। আর এই চরিত্রে দেখা যাবে ‘গোধূলি আলাপ’ খ্যাত অভিনেত্রী সোমু সরকারকে। এদিকে গল্পের প্রোমোতে দেখানো হচ্ছে সৃজন মিসিং। পুলিশ তাকে খুঁজছে।
এসবের মাঝেই গুঞ্জন উঠেছে আগামীদিনে পুঁটি হয়ে উঠবে আসল নায়িকা আর বাদ পড়বে পর্ণা-সৃজন। সত্যি কি তাই?
একেবারেই নয়। আগামীদিনে পুঁটিকে নায়িকা করা হলেও বা নতুন নায়ক আনা হলেও পর্ণা-সৃজনও থাকবে। কারণ ‘নিম ফুলের মধু’ তাদেরকে নিয়েই তৈরি। তাই আগামীদিনেও পল্লবী আর রুবেলকে মেগায় দেখতে পারবেন দর্শক।