‘শ্রীময়ী’ কি শেষ? কি জানালেন লীনা গঙ্গোপাধ্যায়?

শ্রীময়ী

বাংলা টেলিভিশনের সবচেয়ে চর্চিত ধারাবাহিক স্টার জলসার ‘শ্রীময়ী’। ধারাবাহিকের মুখ্য চরিত্রে রয়েছে অভিনেত্রী ইন্দ্রাণী হালদার। সিরিয়াল শুরু থেকেই দর্শকের মনে একটি অন্য জায়গা তৈরি করেছিল এই ধারাবাহিক। মুখ্য চরিত্রের পাশাপাশি নেগেটিভ চরিত্রে জুন আন্টিও ছিল দর্শকের প্রিয়।

তবে দিন যত এগোতে থাকে ধারাবাহিকের মোড় বদলাতে থাকে। শ্রীময়ীর দ্বিতীয় বিয়ের পর থেকে TRP কমতে থাকে। ধারাবাহিকে কিছু গাঁজাখুরি কান্ডে প্রায় অতিষ্ঠ হয়ে ওঠে দর্শকের বড় অংশ। ধারাবাহিকের প্রত্যেক চরিত্রের দুটো বিয়ে নিয়ে টিভির পর্দায় প্রতিবাদ জানায় দর্শক। তাদের দাবী ছিল, ‘শ্রীময়ী’ ধারাবাহিক যুব সমাজকে নষ্ট করছে, অবিলম্বে বন্ধ করা হোক এমন ধারাবাহিক”। ধারাবাহিক নিয়ে কটাক্ষের মুখে পড়তে হয় চ্যানেল কর্তৃপক্ষ থেকে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়কেও। তবে শত কটাক্ষের মাঝেও কিন্তু ধারাবাহিক দেখা বন্ধ করেননি দর্শক।

এই মুহূর্তে শোনা যাচ্ছে, শেষের পথে ‘শ্রীময়ী’। হ্যাঁ টিআরপি কম থাকায় বেশ কিছু ধারাবাহিক ইতিমধ্যে শেষ করা হয়েছে, যেমন-‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’, সাঁঝের বাতি। কিন্তু এবার নাকি বন্ধ হয়ে যাচ্ছে জনপ্রিয় ধারাবাহিক ‘শ্রীময়ী’। এই প্রসঙ্গে কি বলছেন লেখিকা লীনা দি? সূত্রের খবর অনুযায়ী ধারাবাহিকের লেখিকা জানিয়েছেন, “শ্রীময়ী শেষের পথে। ডিসেম্বরের মাঝামাঝি শেষ করা হচ্ছে”।

ধারাবাহিকের শ্রীময়ী অর্থাৎ অভিনেত্রী ইন্দ্রাণী হালদার জানান, “এত জনপ্রিয় ধারাবাহিকের রচয়িতা লীনা দি। আমি শুধু চরিত্রটাকে রুপ দিয়েছি। তাই ওনার কৃতিত্ব সবচেয়ে বেশি। আড়াই বছর ধরে দর্শক একইভাবে ভালোবেসে গেছে। অনেকে বলেছিলেন “উফফ কবে বন্ধ হবে”, তবে ধারাবাহিক দেখা তারা বন্ধ করেননি। ঘর সংসারের পাশাপাশি মেয়েদের বাইরে জগতে কাজ করা দরকার, তা শ্রীময়ী শিখিয়েছে। ডিসেম্বরের মাঝামাঝি যখন শেষ হবে দর্শকের সঙ্গে আমি খুব মিস করব ‘শ্রীময়ী’কে।

Leave A Reply

Please enter your comment!
Please enter your name here