ক্রিকেট জগত ছেড়ে এবার কি দেবের খাদানে-এ সৌরভ গঙ্গোপাধ্যায়?

সৌরভ গঙ্গোপাধ্যায়

ইতিমধ্যেই পর্দায় ভালোই সারা ফেলেছে ‘খাদান’। ছবিতে রয়েছে একের পর এক চমক। সম্প্রতি ছবির ট্রেলার ও ‘কিশোরী’ গানে এক কোটির বেশি ভিউ হয়েছে। সেইসাথে রয়েছে টলিউড স্টার দেব ও যীশু সেনগুপ্তের মত অভিনেতা। তবে এবার খাদান ছবির সঙ্গে যুক্ত হলেন বাংলার দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ও।

২০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে খাদান। এরমধ্যেই বাংলার বিভিন্ন প্রান্তে ছবির প্রমোশনে বেরিয়ে পড়েছে খাদানের গোটা টিম। প্রমোশনের মাঝেই ছবির গোটা টিমের তরফ থেকে আয়োজন করা হয় একটি বিশেষ ক্রিকেট টুর্নামেন্ট। যেখানে সামনা সামনি ‘দাদা ১১’ ভার্সেস ‘খাদান ১১’। খাদান-এর বিশেষ টি-শার্ট পরে ক্রিকেট ব্যাট হাতে মাঠে নামতে দেখা গেল দাদা কে। যেখানে মুখোমুখি দেব এবং সৌরভ।

সৌরভ গঙ্গোপাধ্যায়

বলতে গেলে খাদানের প্রমোশন জার্নিতে যুক্ত হলেন স্বয়ং সৌরভ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি অসংখ্য দর্শক রয়েছেন খাদান এর পাশে। এবার কেবল ছবি মুক্তির পালা।