গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটি খবর শোনা যাচ্ছে। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকের পর নাকি আবার নতুন সিরিয়ালে ফিরছেন শ্বেতা ভট্টাচার্য। আর তাকে নাকি এবার দেখা যাবে ‘মিঠাই’ খ্যাত অভিনেতা আদৃত রায়ের নায়িকা হিসাবে।
এই খবর সামনে আসতেই সকলেই অবাক হয়েছিলেন। শ্বেতা আর আদৃতের ভক্তরা খুশি হয়ে যান। কিন্তু এই গুঞ্জন কতটা সত্যি? সত্যি কি আদৃত রায়ের বিপরীতে এবার দেখা মিলবে শ্বেতার? অবশেষে এক সাক্ষাৎকারে নিজেই সবটা জানালেন অভিনেত্রী।
Tolly Factz নাম এক ইউটিউব চ্যানেলের এক সাক্ষাৎকারে শ্বেতা ভট্টাচার্যকে এই নিয়ে প্রশ্ন করা হলেন তিনি জানান, “এটা ভুয়ো খবর, এত খবরে কোনও সততা কিন্তু নেই। আমার কাছে এরকম তো কোনও খবর নেই এবং আদৃতের কাছেও নেই। আমাদের কোনও কাজ নিয়ে এরকম আলোচনা হয়নি। সোশ্যাল মিডিয়ায় দেখে আমাই অবাক হয়ে গিয়েছিলাম। তবে আমি লুক সেটে গিয়েছিলাম ঠিকই সেটা অন্য জায়গায়।” অর্থাৎ শ্বেতা ভট্টাচার্য স্পষ্ট জানালেন তার আর আদৃতের কোনও ধারাবাহিক আপাতত আসছে না যা রটেছে পুরোটাই নিছক গুঞ্জন।