সত্যিই কি বাংলা সিরিয়ালে ফিরছেন শ্রুতি? কি জানালেন অভিনেত্রী?

অভিনেত্রী শ্রুতি দাস

আচমকাই সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা অভিনেত্রী শ্রুতি দাসকে ঘিরে। তিনি নাকি আবার বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন। শোনা যাচ্ছে জি-বাংলার হাত ধরেই নাকি ফিরছেন তিনি। আর তার বিপরীতে থাকবেন চেনা মুখ।

রাঙা বউ ধারাবাহিকের পর আবার পর্দায় শ্রুতিকে দেখা যায়নি। এরপর ওয়েব সিরিজ আর বড়পর্দাতে তিনি কাজ করেছেন। শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়ের সিনেমা ‘আমার বস’ দিয়ে বড়পর্দায় পা রেখেছেন।

এবার নাকি ছোটপর্দায় ফেরার পালা শ্রুতি। সত্যি কি তাই? অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেতা। ‘এই সময় অনলাইন’ কে দেওয়া এক সাক্ষাৎকারে শ্রুতি জানান,  ‘সত্যি যদি এরকম কিছু হয়, তা হলে নিশ্চয়ই জানতে পারবেন সকলে।’

তাহলে কি ইঙ্গিত দিলেন অভিনেত্রী। সরাসরি কামব্যাকের খবরে তিনি নাও করেননি। তাহলে কি খুব শীঘ্রই সুখবর পেতে চলেছেন দর্শকেরা। সেটা এখন সময়ের অপেক্ষায়।