কাজের সুযোগ নেই বলেই কি পার্শ্বচরিত্রে শিঞ্জিনী? মুখ খুললেন ‘চিরসখা’র বর্ষা

অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী

একসময় বাংলা টেলিভিশন জগতে নায়িকা হিসাবে দারুণ সাফল্য অর্জন করেছিলেন অভিনেত্রী শিঞ্জিনী চক্রবর্তী। ‘উমা’ ধারাবাহিকে কাজ করে পরিচিতি পেয়েছিলেন তিনি। সেই সময় তিনি ছিলেন সকলের প্রিয় নায়িকা কিন্তু বর্তমানে টেলিভিশন ইন্ডাস্ট্রির দুঁদে খলনায়িকা।

এই মুহূর্তে চিরসখা ধারাবাহিকে ভিলেন ‘বর্ষা’ চরিত্রে অভিনয় করছেন। তবে মুখ্য চরিত্র কেন নেই অভিনেত্রী। কাজের অভাবেই কি নায়িকার চরিত্র ছাড়ার সিদ্ধান্ত।

এই প্রসঙ্গে আনন্দ বাজার অনলাইনকে অভিনেত্রী বলেন।  “বরাবরই ভাল চরিত্রে অভিনয় করতে চেয়েছি। তা নায়িকা হোক, খলনায়িকা হোক কিংবা পার্শ্বচরিত্র। এখানে আর কোনও প্রশ্নই ওঠে না। আর তা ছাড়া কোনও দিন ভাবতেই পারিনি শিল্পী হব। সেই সুযোগ এসেছে।”

কাজের জন্য ভিলেন চরিত্রে মানতে নরাজ শিঞ্জিনী। অভিনেত্রীর কথায়, তিনি যে শিল্পী হতে পারবেন সেটাই কখনও ভাবেননি। বালির মেয়ে শিঞ্জিনী। সেখান থেকে টালিগঞ্জের যাত্রা সহজ ছিল না। তাই একের পর এক চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে তিনি খুশি।