আরাত্রিকা সিনহা, এক ডাকেই এখন প্রায় সকলেই চেনেন তাকে। সারেগামাপা ট্রফি না জিতলেও এই মেয়ে জিতেছে বাংলা দর্শকের মন। পেয়েছেন ‘কালিকাপ্রসাদ সম্মান’।
সারেগামাপার পর আরাত্রিকার খ্যাতি দ্বিগুণ বেড়ে গেছে। একের এক শোয়ের ডাক পাচ্ছে সে। এমনকি ইতিমধ্যে বাংলা সিনেমায় প্লে ব্যাক করেছেন। বাঁকুড়ার কন্যের স্বপ্ন ছিল ট্রফি জেতার। তবে সে আশা পূরণ হয়নি। কিন্তু এখানেই শেষ নয়, এখনো লড়াই বাকি আছে মনে করেন আরাত্রিকা।
শোনা যাচ্ছে আরাত্রিকা নাকি এবার ইন্ডিয়ান আইডলে যেতে চায়। এমনটাই ইটিভি ভারতকে জানিয়েছেন গায়িকা। ইটিভি ভারতকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাত্রিকা জানান, ‘সারেগামাপা জীবনের প্রথম রিয়ালিটি শো ছিল। অনেককিছু শিখেছি। ভালো মন্দ অনেক স্মৃতি ওই মঞ্চটা ঘিরে আমার। গান এবং গানের বাইরেও আছে স্মৃতি। তবে কোনও খেদ নেই। এরপরে ইন্ডিয়ান আইডলে গিয়ে অভিজ্ঞতা অর্জন করতে চাই।’
ইন্ডিয়ান আইডলে যাওয়ার প্রবল ইচ্ছাশক্তি আরাত্রিকার। শুধু বাধা হয়ে দাঁড়াচ্ছে মাধ্যমিক পরীক্ষা। এবার দেখার বিষয় পরবর্তী সিজেনে আরাত্রিকাকে জাতীয় স্তরে দেখা যায় কিনা?