বাবা-মায়ের বিচ্ছেদের মাঝেই কলকাতা ছেড়ে মুম্বাইয়ে পাড়ি দিয়েছেন যিশু কন্যা সারা সেনগুপ্ত। মা, বোন আর নিজের শহর থেকে অনেকটাই দূরে নিজের জীবন শুরু করেছে সারা।
আন্তর্জাতিক সংস্থার বিজ্ঞাপন থেকে শুরু করে ইতিমধ্যে জনপ্রিয় ফ্যাশন শোয়ের র্যাম্পে হাঁটলেন সারা। মেয়ের কৃতিত্বে গর্বিত মা নীলাঞ্জনা। শোয়ে উপস্থিত না থাকতে পারলেও সারার সাথে ভিডিও কলে অনেকটাই সময় কাটিয়েছেন।
তবে অন্দরমহলে একটু অন্যরকম কানাঘুষো শোনা যাচ্ছে। গুঞ্জন সারা নাকি সত্যিই এবার বলিউডে পা রাখছে। আর তার জন্যই নাকি কলকাতা ছেড়ে মুম্বাইয়ে নতুন জীবন শুরু করেছে। বাংলা সিনেমা ‘উমা’র পর আর অভিনয় জগতে দেখা মেলেনি যিশু কন্যাকে। তাহলে কি বলিউডের হাত ধরেই অভিনয়ে ফিরবেন সারা? সেটা সময়ের অপেক্ষায়।