অভিনেত্রী সোনামণি সাহা এবং প্রতীক সেনকে সম্পর্ক নিয়ে ভীষণভাবে কৌতূহল থাকেন তাদের ভক্তরা। মোহর ধারাবাহিক থেকে এই জুটি চর্চায়। এই ধারাবাহিকের হাত ধরেই এই জুটি পর্দায় জনপ্রিয়তা লাভ করে। এই জুটি এতটাই ফেমাস যে এক্কাদোক্কা ধারাবাহিকে ফিরিয়ে আনা হয় তাদেরকে।
সম্প্রতি প্রতীক সেনের ধারাবাহিক উড়ান শেষ হয়েছে। যদিও সোনামণি সাহার শুভ বিবাহ এখনো সাফল্যের সাথে পর্দায় সম্প্রচারিত হচ্ছে। মোহর ধারাবাহিকের পর থেকেই তাদের-কে একসঙ্গে মাঝেমধ্যে দেখা যেত। আর তখন থেকেই একটা গুঞ্জন শোনা যাচ্ছিল, প্রতীক আর সোনামণি নাকি প্রেম করছে।
সোনামণি প্রতীক একাধিক সাক্ষাৎকারে তাদের ভালো বন্ধু হিসাবে দাবি করেছেন। মাঝে শোনা যাচ্ছিল তাদের বন্ধুত্বের সম্পর্কে চিড় ধরেছে। কারণ বহুদিন তাদের একসঙ্গে আর দেখতে পাননি অনুরাগীরা।
হোলির শুভদিনে দর্শকদের জন্য একটু চমকে দিলেন তারা। প্রতীকের সঙ্গে হোলি খেলে নিজের ফেসবুক একাউন্টে শেয়ার করলেন সোনামণি। তাদের একসঙ্গে দেখে তো আনন্দে লাফাচ্ছেন তাদের ভক্তরা। ছবি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লেখেন, “হোলি হোক Happy”।
এই ছবি দেখে অনেকেই বলছেন প্রেম করছেন প্রতীক আর সোনামণি। তাহলে কি ছবি পোস্ট করে নিজেদের সম্পর্কের ইঙ্গিত দিলেন ‘শুভ বিবাহ’ এর নায়িকা?