২০০৫ সালে সোনি টিভি-র হিট রিয়ালিটি শো ফেম গুরুকুল জিতে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছেছিলেন বাঙালি কন্যে রূপরেখা বন্দ্যোপাধ্যায়। সেবারে কাশ্মীরের কাজী তৌওকিরের সঙ্গে যুগ্ম বিজয়ী হন রূপরেখা।
পাশাপাশি এই শোয়ের অন্যতম প্রতিযোগী ছিলেন জিয়াগঞ্জের ছেলে অরিজিৎ সিং-ও। যদিও ফাইনালে জায়গা হয়নি তার। ২০১৩ সাল নাগাদ বলিউড মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের পরিচিতি গড়ে তোলেন অরিজিৎ।
পরবর্তীতে আচমকাই প্রচার হয় রূপরেখাই নাকি অরিজিৎ সিং-এর প্রথম স্ত্রী। উইকিপিডিয়া থেকে শুরু করে গুগলে রয়েছে সেই তথ্য। যা একেবারেই ভুয়ো। তবে অরিজিৎ সিং-এর প্রথম স্ত্রী হওয়ার ভুয়ো খবর নিজে মুখেই প্রকাশ করেছেন রূপরেখা, কিন্তু তাতেও লাভ হয়নি।
জানা যায় রূপরেখা একটা সুন্দর পরিবার আছে। মেয়ে আছে, খুব ভালো একজন স্বামী আছে। ২০১০ সালে কলকাতার ছেলে নলীনাক্ষ ভট্টাচার্যকে বিয়ে করেন রূপরেখা। সম্প্রতি বিয়ের ১৫ বছর পার করেছেন গায়িকা। এই মুহূর্তে স্বামী-সন্তান নিয়ে সুখে সংসার করছেন রূপরেখা।