উড়ান ধারাবাহিকের পর ফের বাংলা ধারাবাহিকে ফিরছেন রত্নপ্রিয়া?

অভিনেত্রী রত্নপ্রিয়া দাস

উড়ান ধারাবাহিকে নায়িকা চরিত্রে অভিনয় করে ভালোই প্রশংসা পেয়েছিলেন অভিনেত্রী রত্নপ্রিয়া দাস। অভিনেতা প্রতীক সেনের বিপরীতে নায়িকা হয়ে কাজ করেছিলেন। পূজারিণী হিসাবে নিজের চরিত্র পর্দায় ভালোভাবে ফুটিয়ে তুলেছিলেন।

তবে দুর্ভাগ্যবশত সেই ধারাবাহিক খুব অল্প সময়ের মধ্যে শেষ হয়ে যায়। তবে নায়িকা হিসাবে রত্নাপ্রিয়া ভালোই নজর কেড়েছিলেন।  প্রতীক সেন নতুন ধারাবাহিক ‘দাদামণি’ নিয়ে খুব শীঘ্রই আসছেন পর্দায়। সেই প্রোমো প্রকাশ পেয়েছে পর্দায়। আর তার মাঝেই আরেক বড় আপডেট পাওয়া যাচ্ছে।

শোনা যাচ্ছে, জি-বাংলার এক নতুন ধারাবাহিকের জন্য অফার গেছে রত্নাপ্রিয়ার কাছে। একটি প্রেমের গল্পে নায়িকার জন্য প্রস্তাব গিয়েছে। যদিও এই বিষয়ে চ্যানেলের তরফ থেকে কিছু ঘোষণা হয়নি। তবে দেখার বিষয় এই ধারাবাহিকের প্রস্তাবে অভিনেত্রী রাজি হয় কিনা?