হাতে মেহেন্দি, চুপিসারে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ‘জগদ্ধাত্রী’ ধারাবাহিকের খলনায়িকা প্রিয়া? অবশেষে মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

অভিনেত্রী প্রিয়া পাল

হাতে পরছেন মেহেন্দি, পরনে লেহেঙ্গা, হাসি মুখে পোজ – আচমকাই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে মেহেন্দির হ্যাশট্যাগ জুড়ে দিলেন অভিনেত্রী প্রিয়া পাল। আর তারপর থেকেই জল্পনা জগদ্ধাত্রী ধারাবাহিকের দাপুটে খলনায়িকা এবার কি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন।

এই জল্পনা আরো রহস্য বাড়ে অভিনেত্রী রুপসা চক্রবর্তীর কমেন্ট দেখে। প্রিয়ার ছবিতে কমেন্ট করে রুপসা লেখেন, “মেহেন্দি নিমন্ত্রণটা দেরিতে পেলাম, তবে বিয়েতে অবশ্যই যাব।” আর তারপরেই নেটিজেনরা ধরেই নেন চুপিসারে বিয়ে সারছেন প্রিয়া। তারপর থেকে অভিনেত্রীকে অভিনন্দন জানাচ্ছে সকলে।

তাহলে সত্যি কি বিয়ে করছেন ছোটপর্দার দিব্যা সেন? অবশেষে নিজেই সত্যিটা জানালেন। আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী জানিয়েছেন, “বিয়ে করলে লুকোব কেন? বন্ধুর বিয়ে হচ্ছে। তার মেহেন্দিতে গিয়ে হাতে মেহেন্দি করিয়েছি। সেই ছবি প্রকাশ্যে আসতেই আমার বিয়ের খবর ছড়িয়ে পড়ল! গুঞ্জন থামাতেই পারছি না! একে শুটের চাপ। দম ফেলার সময় পাই না। তার উপর বিয়ে?” অর্থাৎ এখনি বিয়ে করছেন না প্রিয়া। হাতের ওই মেহেন্দি নেপথ্য বন্ধুর বিয়ের খাতিরে।

 

View this post on Instagram

 

A post shared by Priya Paul (@priyapaul66)