সুখে সংসার করছে প্রাক্তন স্বামী, জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছেন প্রেরণাও?

প্রেরণা ভট্টাচার্য

বাংলা সিরিয়ালের চেনা মুখ প্রেরণা ভট্টাচার্য। অভিনেত্রীর পাশাপাশি তিনি রোজনামচা ভ্লগার হিসাবে জনপ্রিয়। বর্তমানে বাংলা টেলিভিশনে ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালে ‘সাংভি’ নামে পরিচিত। তবে শোনা যাচ্ছে প্রেম করছেন প্রেরণা। যদিও নিজে মুখে কিছু বলেননি।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখে ইঙ্গিত মিলছে নতুন করে সম্পর্কে জড়িয়েছেন তিনি। পুজো উপলক্ষে প্রেরণা কিছু ছবি সমাজমাধ্যমে ভাগ করে নেয়। আর ছবিতেই প্রেরণার সঙ্গে একজনকে দেখা যায়। বন্ধুদের মাঝেও তার সাথে আলাদা ছবি পোস্ট করেছেন এবং একাধিক রিলস শেয়ার করেছেন যা দেখে বোঝা যাচ্ছে এটি খুব সম্ভবত প্রেরণার প্রেমিক।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায় প্রেরণাকে তার এক বিশেষ বন্ধু দশমীতে প্রথম সিঁদুর ছোঁয়ান। তিনিও সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েঞ্জার। নাম শুভজিৎ কুণ্ডু।  তিনি যে প্রেরণার প্রেমিক তা বোঝাই যাচ্ছে তাদের ভিডিও দেখে।

২০১৬ সালে অভিনেতা ইন্দ্রনীল মল্লিকের সঙ্গে বিয়ে করেন প্রেরণা কিন্তু সেই বিয়ে টেকে না। ডিভোর্স হয়ে যায় তাদের। এরপর ইন্দ্রনীল সায়ন্তনীকে বিয়ে করেন তবে এতদিন সিঙ্গেল কাটিয়েছেন প্রেরণা। তবে গুঞ্জন বলছে অভিনেত্রী জীবনে নতুন মানুষ এসেছেন।