ফের বাংলা সিরিয়ালে ফিরছেন পর্ণা ওরফে পল্লবী? মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

পল্লবী শর্মা

নিম ফুলের মধু ধারাবাহিক শেষ হয়েছে বেশ কিছুদিন হল, তবে ধারাবাহিকের রেশ এখনো কাটেনি। ধারাবাহিকের নায়ক বর্তমানে ‘তুমি আমার হিরো’ ধারাবাহিকে কামব্যাক করলেও নায়িকা পল্লবী শর্মাকে এখনো পর্যন্ত দেখা যায়নি।

কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছিল নতুন ধারাবাহিকের জন্য নাকি কথাবার্তা চলছে পল্লবী’র। সত্যি কি তাই? অবশেষে নিজেই মুখ খুললেন ছোটপর্দার পর্ণা।

‘টলি ভিশন’ নামক এক চ্যানেলের সাক্ষাৎকারে ধরা দিলেন পল্লবী। এই সাক্ষাৎকারে অভিনেত্রীর কাছে প্রশ্ন করা হয় কীভাবে তিনি সময় কাটাচ্ছেন? পল্লবী জানান, তিনি এখন পল্লবী হয়ে নিজের মতো সময় কাটাচ্ছেন, রান্না করে, ঘুমিয়ে, ঘোরাঘুরি করে সময় কাটাচ্ছেন।

ছোটপর্দায় কবে আবার ফিরবেন পর্ণা? প্রশ্ন উত্তরে অভিনেত্রী জানান, “আমি খুব শীঘ্রই ফিরব পর্দায়। তবে এবার আমার প্রথম কাজ আর দ্বিতীয় কাজের চেয়ে যাতে আরও ভালো করতে পারি সেভাবেই নিজেকে প্রস্তুত করছি।”

সূত্রঃ Tolly-Vision