টেলিপাড়ায় নতুন সম্পর্ক যেন গড়ছে, তেমন ভাঙছে দীর্ঘ সম্পর্ক। চারদিকি এখন বিবাহ বিচ্ছেদের খবর শোনা যাচ্ছে, নীল-তৃণা, প্রান্তিক-অঙ্কিতার। এদের চর্চার মাঝেই আরও এক দম্পতির বিচ্ছেদের খবর রটেছে। তিনি হলেন অভিনেত্রী পাওলি দাম।
বেশকিছু দিন ধরে শোনা যাচ্ছে স্বামী অর্জুন দেবের সাথে সম্পর্ক আগের মতো নেই পাওলি। এমন কথাও রটে তারা নাকি আলাদা কথা হওয়া ভাবচ্ছেন। অবশেষে সেই গুঞ্জনে জল ঢাললেন স্বয়ং অভিনেত্রী। নিজেই বুঝিয়ে দিলেন তাকে নিয়ে যা রটছে তা পুরোটাই ভুয়ো।
৪ ই ডিসেম্বর ছিল পাওলি–অর্জুনের বিবাহবার্ষিকী। সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে পাওলি লেখেন, “আট বছর পার, গুণে চলেছি”। অভিনেত্রী পোস্ট যেন নিন্দুকের মুখে ঝামা ঘষে দিল।
২০১৪ সালে পাওলির সঙ্গে প্রথম দেখা অর্জুনের। এরপর প্রেমের সম্পর্ক এগোয়। ২০১৭ সালে তারা গাঁটছড়া বাঁধেন। পাওলি স্বামী ইন্ডাস্ট্রির কেউ নন, তিনি রেস্তোরাঁ ব্যবসার সঙ্গে যুক্ত। পাওলির ব্যক্তিগত সম্পর্ক আড়ালে রাখতেই পছন্দ করেন, লাইমলাইটে আনেন না।

