অভিনেত্রী দেবাদৃতা বসু নিজের মনের মানুষ অনেক আগেই খুঁজে পেয়েছেন। না না, পর্দায় নীলুর জীবন সঙ্গী শৌর্যের কথা বলা হচ্ছে না। এখানে নীলু’র রিয়েল লাইফের জীবন সঙ্গীর কথা বলা হচ্ছে। অনেকেই হয়তো জানেন অভিনেতার রাহুল দেব বোসের সাথে সম্পর্কে রয়েছেন দেবাদৃতা।
একে অপরের কাছাকাছি আসার পর নিজেরাই প্রকাশ্যে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করে। মাঝেমধ্যেই তাদের একসঙ্গে দেখা যায়। তবে আচমকাই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন এবার নাকি বাস্তবে বিয়ের পিঁড়িতে বসতে চলেছে ছোটপর্দার নীলু। সত্যিই কি তাই?
‘এই সময় অনলাইন’ এর কাছে নিজেরাই জানালেন সেই খবর। বিয়ে নিয়ে কি বললেন দেবাদৃতা আর রাহুল? এই সংবাদমাধ্যমের কাছে তারা জানিয়েছেন, ‘বিয়ে তো করবই। সে নিয়ে প্ল্যানও আছে অনেক। সময়টা আমরা এখনই বলতে পারছি না। তবে এটুকু বলতে পারি আমাদের বিয়েতে অনেক কিছুর সঙ্গে থাকবে আমাদের দু’জনেরই পছন্দের ফিস ফ্রাই। আসলে আলোচনা এইটুকুই এগোতে পেরেছি এখনও। এখন দু’জনেই কাজে ফোকাস করছি। চুটিয়ে প্রেমও করছি। আর একটু গুছিয়ে নিই। তারপর বিয়ে নিয়ে ভাবব।’
প্রসঙ্গত, নতুন ধারাবাহিক ‘দুগ্গামনি ও বাঘ মামা’তে অভিনেত্রী মানালি দে’র স্বামীর চরিত্রে দেখা যাবে রাহুল দেব বোসকে।