সত্যি কি বাংলা সিরিয়ালে ফিরছেন খড়ি? স্বয়ং মুখ খুললেন শোলাঙ্কি রায়

শোলাঙ্কি রায়

বাংলা সিরিয়ালপ্রেমীরা অভিনেত্রী শোলাঙ্কি রায়ের অভিনয় ভীষণ পছন্দ করেন। ইচ্ছেনদী থেকে তিনি দর্শকের প্রিয় একজন অভিনেত্রী হয়ে উঠেছেন। তাকে শেষবারের মতো পর্দায় দেখা গেছে ‘গাঁটছড়া’ ধারাবাহিকে।

খড়ি চরিত্রে দারুণ জনপ্রিয়তা পেয়েছিল। তবে এরপর আর পর্দায় তাকে পাওয়া যায়নি। সিনেমা আর ওয়েব সিরিজের চুটিয়ে কাজ করছেন শোলাঙ্কি। তাই ছোটপর্দায় তার দেখা মিলছে না।

তবে শোনা যাচ্ছে এবার নাকি এবার বাংলা সিরিয়ালে ফিরতে চলেছেন শোলাঙ্কি। আর এই খবরে বেজায় খুশি হয়েছেন সিরিয়াল প্রেমীরা। সত্যি কি বাংলা সিরিয়ালের কামব্যাক করছেন ছোটপর্দার খড়ি?

অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেত্রী। এই সময় অনলাইনকে শোলাঙ্কি জানিয়েছেন,  ‘এখনও সত্যি বলতে সেরকম ভাবে কিছুই ফাইনাল হয়নি। আমার কাছে শুধু প্রস্তাব এসেছে। ফাইনাল হলে আমি নিশ্চয়ই সবাইকে জানাব। অনেকটা সময় যেহেতু দিতে হয়, তাই সবরকম ভাবনাচিন্তাই চলছে। তবে যে চ্যানেলের সঙ্গে কথা চলছে, তাদের সঙ্গে আমার ভীষণ ভালো সম্পর্ক। আমাকে সব সময় খুব ভালো চরিত্র দিয়েছে ওরা। তাই কামব্যাকের জন্য তো সত্যি বলতে আমিও মুখিয়ে। সবকিছু ঠিকঠাক হলে কবে কী হয় দেখা যাক।’