মা হতে চলেছেন ‘কড়িখেলা’র শ্রীপর্ণা? মুখ খুললেন স্বয়ং অভিনেত্রী

শ্রীপর্ণা

বহুদিন পর আক্রোপলিসের হাত ধরেই ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী শ্রীপর্ণা রায়। আঁচল, নেতাজি, কড়িখেলা, গাঁটছড়া -র মতো একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন। বিয়ের পর থেকেই তাকে আর বাংলা সিরিয়ালের দেখা যাচ্ছে না।

তবে এবার সত্যি সত্যি ফিরতে চলেছেন তিনি। তবে তার মাঝেই অভিনেত্রীকে ঘিরে অন্য চর্চা। শ্রীপর্ণা নাকি অন্তঃসত্ত্বা। ২০২৩ সালে ডাক্তার পাত্রের সঙ্গে বিয়ে সেরেছেন অভিনেত্রী। এক বছর হওয়ার আগেই তার মা হওয়ার খবর। অভিনেতা আদিত্য চৌধুরী ও পূর্বাশার বিয়ের রেজিস্ট্রির আসরে শ্রীপর্ণাকে দেখে অনেকেই এই গুঞ্জন ছড়িয়ে। সত্যি কি তাই? অবশেষে এই নিয়ে নিজেই মুখ খুলেছেন অভিনেত্রী।

হিন্দুস্তান টাইমস বাংলার কাছে শ্রীপর্ণা নিজে জানিয়েছেন,  ‘এই সব আবার কবে রটলো। বিশ্বাস করুন, আমি অন্তঃসত্ত্বা নই। আপতত গুছিয়ে সংসার করছি। সবে তো দুজনে জীবন শুরু করলাম। বিয়ে বাড়িতে একটু খাচ্ছিলাম, সেইসব দেখেই লোকে এসব কথা বলছে। এখনই দুই থেকে তিন হওয়ার পরিকল্পনা নেই’। অর্থাৎ অভিনেত্রী এখনি অন্তঃসত্ত্বা নয়, যা রটেছে পুরোটাই ভুল।