
সম্প্রতি জি বাংলার ‘রান্নাঘর’ সঞ্চালিকার ভূমিকায় কনীনিকা কে দেখতে পাওয়া গেলেও অভিনেত্রীকে ধারাবাহিকে দেখা যায় না দীর্ঘদিন যাবদ। তবে বহুদিন পর আবার নাকি ছোট পর্দায় ফিরতে চলেছেন কনীনিকা বন্দ্যোপাধ্যায়।
জানা যাচ্ছে কোন ধারাবাহিক নয়, জি-বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’- এ নাকি দেখা যাবে অভিনেত্রীকে। জিতু কমল ওরফে আর্য সিংহ রায়ের মায়ের চরিত্রে অভিনয় করবেন কনীনিকা।
তবে এই মুহূর্তে জিতু কমলের মায়ের চরিত্রের নাম রাজলক্ষ্মী সিংহ রায়। কিন্তু গল্পে তিনি নাকি আর্য’র আসল মা নন। আর এই আসল মায়ের চরিত্রে নাকি দেখা যেতে পারে কনীনিকাকে। দিনকয়েকের মধ্যে শুটিং শুরু হবে তার।
এর আগেও ২০২২ সালে স্টার জলসার ‘আয় তবে সহচরী’ ধারাবাহিকে রুদ্র’র মায়ের চরিত্রে অভিনয় করে দর্শকমহলে প্রশংসা পেয়েছিলেন। এবারেও ফের মায়ের চরিত্রে কনীনিকা? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কম কে কনীনিকা বলেন,
‘আপাতত ধারাবাহিকে ফেরার কোনও ভাবনা নেই। আমায় কি জীতুর ‘মা’ হিসাবে আদৌ মানাবে? কী ভাবে এই ধরনের গুঞ্জন ছড়ায় বুঝতে পারি না!’