দুটো ভিন্ন চরিত্র, শুধু পদবী এক কিন্তু অতীত আর বর্তমানের প্রসঙ্গ টেনে গুলিয়ে ফেলছেন দর্শক। এটা কোনও বাস্তব জীবনের চরিত্র নয়, বাংলা টেলিভিশনের পর্দার দুই চরিত্র অরণ্য সিংহ রায় আর আর্য সিংহ রায়। এসভিএস প্রযোজনার সেকাল-একালের দুই জনপ্রিয় ধারাবাহিকের মধ্যে তুলনা টানছেন দর্শক।
কথা হচ্ছে, অতীতে ধারাবাহিকের ইতিহাসে মাইলস্টোন সৃষ্টি করা প্রেমের কাহিনী ‘বোঝে না সে বোঝে না’ এবং বর্তমান জি-বাংলার সবচেয়ে চর্চিত চলমান ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’ কে নিয়ে। ‘সিংহ রায়’ পদবীতে মিল থাকায় দুই ‘ASR’ এর চরিত্র টেনে এনে মাঝে মধ্যেই তুলনা করছেন সিরিয়ালপ্রেমীরা।
পর্দায় ‘অরণ্য সিংহ রায়’ চরিত্রটিকে জীবন্ত করে তুলেছিলেন অভিনেতা যশ দাসগুপ্ত এবং আর্য সিংহ রায় চরিত্রে জিতু কমল। এই দুই চরিত্রে একই স্পন্দন খুঁজে পাচ্ছেন নেটিজেনরা। দুটি ধারাবাহিকের গল্প আলাদা হলেও কোথাও যেন ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের মধ্যে ‘বোঝে না সে বোঝে না’র স্বাদ উপভোগ করেন দর্শক। এটা স্বাভাবিক কারণ ‘অরণ্য সিংহ রায়ে’র পর ‘আর্য সিংহ রায়’ এর মতো একটি স্ট্রং চরিত্র বহুবছর পর উপহার পেয়েছেন বাঙালি দর্শক।
ঠিক অতীতের অরণ্যের মতোই বর্তমানে টেলিভিশন পর্দার আর্য সিংহ রায়কে নিয়ে মাতামাতি। পর্দায় তাকে একদিন না দেখতে পেলে দর্শকের ঘুম উড়ে যাচ্ছে। অধিকাংশ দর্শকের মতে, অরণ্যে সিংহ রায়ের অভিনয়কেও নাকি ছাপিয়ে যাচ্ছে আর্য সিংহ রায়ের চরিত্রে জিতুর অভিনয়। আবার কারো মতে, দুটো চরিত্রের আলাদা আলাদা জনপ্রিয়তা রয়েছে। বলাই বাহুল্য, দুই ‘সিংহ রায়’ চরিত্র নিয়ে মত বিরোধ চোখে পড়ার মতো।

