সত্যিই কি চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে দিতিপ্রিয়ার জায়গায় সৃজা? মুখ খুললেন অভিনেত্রী

চিরদিনই তুমি যে আমার

চিরদিনই তুমি যে আমার নিয়ে বিতর্কের রেশ যেন কাটতেই চাইছে না। ধারাবাহিক ছেড়ে দিতিপ্রিয়া বেড়িয়ে যেতেই খোঁজ চলছে নতুন নায়িকার। গল্পের শুরু থেকেই আর্য-অপর্ণা জুটি ওরফে জিতু-দিতিপ্রিয়াকে ভালোবাসায় ভরিয়ে দিয়েছিল দর্শক। এখন অপর্ণা কে হবেন তার উপর অনেকটাই নির্ভর করছে সিরিয়ালের ভবিষ্যত।

যদিও এই বিষয়ে প্রযোজনা সংস্থা বা চ্যানেলের তরফে এই নিয়ে কিছু জানানো হয়নি। তবে নতু অপর্ণা হিসাবে কাকে মানাবে জিতুর সাথে তা নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় তরজা শুরু।

প্রথমে উঠে আসছিল প্রত্যুষা পালের নাম। পরবর্তীতে নতুন অপর্ণা হিসাবে দর্শসকের বাছাই সৃজা দত্ত। তাহলে কি সত্যি অপর্ণা হচ্ছেন সৃজা? এর আগে বড়পর্দায় পরিচিতি পেয়েছেন সৃজা। কাজ করেছেন দেবের সাথেও। এবার কি ছোটপর্দায় হাতেখড়ি সৃজার?

এই প্রসঙ্গে সৃজা নিজেই জানান, অনেক কাজের কথা চলতে থাকে। তবে এই মুহূর্তে কোনও ধারাবাহিকে সই করেননি। সঙ্গে আরও বলেন, আপতত পরীক্ষা নিয়ে ব্য়স্ত নিয়ে। পড়াশোনাতেই মন দিয়েছেন।

ইঞ্জিনিয়ারিং-এর ছাত্রী সৃজা। সৃজা ছোট থেকেই মেধাবী ছাত্রী। তার মা পেশায় চিকিৎসক, তিনি ক্লাস টুয়েলভের পর মন দিয়েছেন ইঞ্জিনিয়ারিং-এ। বর্তমানে পড়াশুনা সামলে তবেই অভিনয় করবেন সৃজা।