ধারাবাহিক শুরু থেকে টিআরপির তালিকায় এক থেকে দুই নম্বরে জায়গা করে নিয়েছে জি-বাংলার জগদ্ধাত্রী ধারাবাহিক। মাঝে বেশ কয়েক সপ্তাহ টানা বাংলার শীর্ষ স্থানে এই ধারাবাহিক। তবে বর্তমানে এই ধারাবাহিকের মান অনেকটাই কমে গিয়েছে।
এই প্রথম টিআরপির তালিকায় স্লট হারা হয়েছে জগদ্ধাত্রী ধারাবাহিক। আর তারপরেই আমকাই গুঞ্জন উঠেছে বন্ধ হয়ে যাবে এই ধারাবাহিক। যা নিয়ে চিন্তিত হয়ে পড়েছে দর্শকমহল। সত্যিই কি বন্ধ হয়ে যাবে এই মেগা ধারাবাহিক? এই নিয়ে এবার মুখ খুলল ধারাবাহিকের সঙ্গে যুক্ত এক ব্যক্তি।
তিনি জানিয়েছেন, ‘ধারাবাহিক বন্ধ হচ্ছে না। চ্যানেল বা প্রযোজনা সংস্থা ধারাবাহিক বন্ধ নিয়ে ভাবছে না। আইপিএল ও ভোট মরসুমের জন্য টিআরপি কমে যাচ্ছে সম্ভবত। আইপিএল ও ভোট মরসুম শেষ হলেই জগদ্ধাত্রী ধারাবাহিকে একের পর এক চমক আনা হবে আর আবার বেঙ্গল টপার হওয়ার সম্ভবনা রয়েছে।”