‘ইচ্ছেনদী’ করেই বাজিমাত! আবারও জুটি বাঁধছেন শোলাঙ্কি-বিক্রম, বেজায় খুশি দর্শক

শোলাঙ্কি-বিক্রম

ইচ্ছেনদী, এই মেগা সিরিয়ালটার সাথে জড়িয়ে রয়েছে সিরিয়ালপ্রেমীদের আবেগ। বিশেষ আকর্ষণ অনুরাগ-মেঘলা। সরল স্বভাবের মেঘলা এবং হ্যান্ডসাম ডাক্তার অনুরাগের প্রেম কাহিনী সেই সময় আট থেকে আশির হৃদয়ে ঝড় তুলেছিল।

সিরিয়াল শেষ হলেও আজও শোলাঙ্কি আর বিক্রমের জুটিকে দর্শক আলাদা স্থানে রাখে। এই জুটির ক্রেজ ছোটপর্দায় এখনো বিদ্যমান। ছোটপর্দায় যদিও আবারও এই জুটি ফেরে তাহলে দর্শকের উন্মাদনা থাকবে চোখে পড়ার মতো।

বাংলা সিরিয়ালে কথা জানা নেই, তবে আবারো কিন্তু দর্শকের জন্য বড়পর্দায় জুটি বাঁধতে চলেছেন আপনাদের সকলের প্রিয় অনুরাগ আর মেঘলা থুড়ি শোলাঙ্কি আর বিক্রম। এই প্রথম নয়, বাংলা সিনেমা ‘শহরের উষ্ণতম দিনে’ তাদের জুটি পেয়ে আবেগে ভেসেছিলেন দর্শকেরা।

এবার শোনা যাচ্ছে, এই সিনেমার সিকুয়্যালে আবার জুটি বাঁধতে চলেছেন বিক্রম চট্টোপাধ্যায় আর শোলাঙ্কি রায়। শোনা যাচ্ছে কথাবার্তা এগোচ্ছে। আজকাল ডট ইনকে শোলাঙ্কি নিজে জানিয়েছেন ‘এখনও পর্যন্ত কিছু চূড়ান্ত হয়নি। প্রাথমিক স্তরে কথাবার্তা হয়েছে। তবে চিত্রনাট্য এখনও তৈরি হয়নি।’ তাদের জুটি বাঁধার খবরে ভীষণ খুশি হয়েছেন দর্শকেরা। কারণ দর্শক তাদের সবসময় একসঙ্গে দেখতে চান।