ছোটপর্দার গন্ডি পেরিয়ে ওয়েব সিরিজে পা রেখেছেন অভিনেতা গৌরব রায়চৌধুরী। সঙ্গী অভিনেত্রী শ্যামৌপ্তি মুদলি। গৌরব যদিও আগেও সিরিজে অভিনয় করেছেন কিন্তু নায়িকার সিরিজে প্রথম কাজ।
অভিনেতা গৌরবকে শেষবারের মতো পর্দায় দেখা গিয়েছিল ‘পুবের ময়না’ ধারাবাহিকে। বহুদিন ছোটপর্দায় সঙ্গে তার যোগাযোগ নেই। তার মধ্যেই বড়পর্দায় ছবির কথা ঘোষণা করেছে। আপাতত সিনেমা-সিরিজ নিয়ে ব্যস্ত অভিনেতা। এর মাঝে গুঞ্জন গৌরব নাকি আর ছোটপর্দায় কাজ করবেন না। সত্যিই কি তাই?
অবশেষে নিজেই মুখ খুললেন অভিনেতা। আনন্দ বাজার অনলাইনের কাছে গৌরব জানান, “আমি কোনও দিনই বলিনি যে ছোটপর্দায় আর কাজ করব না। হ্যাঁ, এটা ঠিক, কিছু দিন হল অন্য ধরনের কাজে মন দিয়েছি। একটি ছবির শুটিং করে এলাম। এই ওয়েব সিরিজ়ে কাজ করলাম। আমাকে একেবারেই অন্য রকম ভাবে দেখা যাবে। তা বলে ধারাবাহিকে যে আর কাজ হবে না, সেটা এখনই কী করে বলতে পারি? এই অধ্যায়টাও উপভোগ করছি।”

