ফুলকি ধারাবাহিক ছাড়ছেন ফাহিম? সামনে এলো আসল সত্য

অভিনেতা ফাহিম মির্জা

আকাশ আটের ধারাবাহিকের নায়ক হচ্ছেন অভিনেতা ফাহিম মির্জা। অভিনেত্রী স্নেহা দেবের বিপরীতে তাকে দেখা যাবে। তাহলে কি ফুলকি ধারাবাহিক ধারাবাহিক ছেড়ে দেবেন ফাহিম মির্জা? এই প্রশ্নের উত্তর জানতেই মরিয়া ভক্তরা।

ফুলকি ধারাবাহিকে অংশুমানের চরিত্রটি বেশ গুরুত্বপূর্ণ। এছাড়াও পারমিতা আর অংশুমানের রসায়ন দর্শকের ভীষণ পছন্দের। আর অংশুমানের চরিত্র অনেক আগে থেকেই দর্শকদের মন জয় করে এসেছেন ফাহিম। আচমকাই তার অন্য ধারাবাহিকে চলে যাওয়া অবাক করছে দর্শকদের। কারণ অংশুমান চরিত্রেও ভালো খ্যাতি অর্জন করেছিল ফাহিম।

সূত্রের খবর অনুযায়ী, ফুলকি ধারাবাহিককে বিদায় জানাচ্ছেন ফাহিম। খুব সম্ভবত অংশুমানের চরিত্রে নতুন কোনও মুখ আনা হবে। যদিও অফিশিয়ালি এখনো সেটা প্রকাশ হয়নি। তবে এই সংবাদ পাওয়া মাত্র মন খারাপ হয়ে পরেছে দর্শকদের।