সত্যিই কি বন্ধ হয়ে যাচ্ছে ‘দুগ্গামণি ও বাঘমামা’? সামনে এলো আসল সত্যি

দুগ্গামণি ও বাঘমামা

আজকাল বাংলা ধারাবাহিক খুব কম সময়ে টিআরপির অভাবে বন্ধ হয়ে যায়। মাত্র ছয় মাসে আজকালকার ধারাবাহিক বন্ধ হয়ে যাচ্ছে।

আচমকাই শোনা যাচ্ছে এবার বন্ধ হয়ে যাবে অভিনেত্রী মানালি দের নতুন ধারাবাহিক দুগ্গামণি ও বাঘমামা  ধারাবাহিক।

প্রথম থেকেই এই ধারাবাহিক টিআরপি তে দশের তালিকায় জায়গা করতে পারেনি। টেলিভিশনে সফল হতে পারেনি এই মেগা।

তাই বাধ্য হয়েই নাকি নির্মাতারা এই মেগা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন। সত্যিই কি তাহলে বন্ধ হয়ে যাবে।

না, চিন্তার কোনো কারণ নেই। এখনি বন্ধ হচ্ছে না এই মেগা। প্রথমে বন্ধ করার কথা ভাবলেও এই মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। বরং গল্পে অন্যরকম ভাবে সাজানো হবে যাতে টিআরপি বাড়ে।