মাস দু’য়েক হল জিতুর সাথে বিবাদের জেরে চিরদিনই তুমি আমার ধারাবাহিক থেকে সড়ে দাঁড়িয়েছেন দিতিপ্রিয়া রায়। এর মধ্যেই অভিনেত্রীকে ঘিরে আবারও চর্চা শুরু টেলিপাড়ায়। ইন্ডাস্ট্রির অন্দরমহলে ভেসে আসছে বড় খবর।
দীর্ঘ সময় ধরে মানসিক চাপ আর বিতর্কের মধ্যে কাটানোর পর নতুন করে নিজের কাজের জগতে ফেরার প্রস্তুতি নিচ্ছেন দিতিপ্রিয়া। শোনা যাচ্ছে সুরিন্দর ফিল্মসের প্রযোজনায় জি-বাংলায় আসতে চলেছে এক নতুন পৌরাণিক মেগা ধারাবাহিক। এই নতুন মেগাতেই দিতিপ্রিয়ার নাম ঘুরে ফিরে আসছে বারবার। তার কারণটা কারোর অজানা নয়।
‘করুনাময়ী রানী রাসমনি’তে রানীমা চরিত্রে দিতির অভিনয় আজও বাংলার দর্শকের মনে আলাদা জায়গা করেছে। ছোট্ট বয়সে এমন একটি ঐতিহাসিক চরিত্রকে জীবন্ত করে তোলার পরীক্ষায় অনায়াসে উত্তীর্ন হয়েছিলেন অভিনেত্রী। তাই নতুন কোন পৌরাণিক ধারাবাহিকের কথা উঠলেই সবার আগে দিতিপ্রিয়ার নামই উঠে আসে।
বড় বাজেটের এই নতু মেগা নিয়ে চ্যানেল ও প্রযোজনা সংস্থার মধ্যে নাকি ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েগেছে। তবে আসন্ন মেগায় দিতিপ্রিয়া থাকবেন কিনা তা নিয়ে এখনও ধোঁয়াশা থেকেই গেছে।
এখনও সবটাই জল্পনার স্তরে। কিন্তু দিতিপ্রিয়া ভক্তদের প্রত্যাশা একেবারে তুঙ্গে বলা যায়। ভবিষ্যতে জি-বাংলার পর্দায় যদি কোন পৌরাণিক কাহানী নতুন ভাবে জীবন্ত হয়ে ওঠে আর তার কেন্দ্রে থাকেন দিতিপ্রিয়া রায় তাহলে নিঃসন্দেহে ছোটপর্দায় আবারও বড় ধামাকা অপেক্ষা করছে দর্শকদের জন্য।

