‘অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করতে পারব না, এনওসি দিয়ে ধারাবাহিক থেকে সরে যেতে পারি’, ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক ছাড়ছেন দিতিপ্রিয়া?

দিতিপ্রিয়া

দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কের ঝড়। জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক পর্দায় হিট। আর্য-অপুর রসায়ন হল ধারাবাহিকের আসল ম্যাজিক। তবে সোশ্যাল মিডিয়ায় জিতুকে নিয়ে একাধিক অভিযোগ এনেছেন দিতিপ্রিয়া। সাক্ষাৎকারে পাল্টা জবাবও দিয়েছেন জিতু কমল।

জিতুর মতে তিনি মজার ছলে বিভিন্ন কথা বলেছেন সহ-অভিনেত্রীকে। তার কাছেও প্রমাণ রয়েছে তবে প্রোডাকশন হাউজ এই ব্যাপারটা দেখছে বলে চুপ রয়েছেন। সঠিক সময় সব সামনে আনবেন।

এদিকে এরমাঝেই গুঞ্জন উঠেছে জিতু আর দিতিপ্রিয়ার এই ঝামেলার কারণে চিরদিনই তুমি যে আমার ধারাবাহিক ছেড়ে দিতে পারেন দিতিপ্রিয়া। এক নামী সংবাদমাধ্যমের কাছে অভিনেত্রী জানিয়েছেন, “”আমার সহ অভিনেতা অনস্ক্রিন আর্য স্যার আমাকে যেরক্ম মেজেজ করেছেন বা কথা বলেছেন সেগুলো খুব একটা স্বাভাবিক রুচিসম্মত নয়। বেশ কিছুদিন ধরেই এই সমস্যা চলেছে। চ্যানেল এবং প্রোডাকশনকে জানিয়েছি। আমি মানসিক ভাবে বিধ্বস্ত। অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করা আমার পক্ষে সম্ভব নয়। প্রয়োজনে আমি এনওসি দিয়ে এই ধারাবাহিক থেকে সরেও যেতে পার। কখনোই অন্যায়ের সাথে আপস করেনি। আমার বাবা-মা খুব কষ্ট করে বড় ক্রেছেন। আমি তাদের শিক্ষার অমর্যাদা করতে পারবো না। শিরদাঁড়া বিক্রি করতে পারব না।”