ফের চর্চায় জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক। তবে এবার চর্চার বিষয় অন্য, মন খারাপের। টেলি পাড়ার অন্দরমহলের গুঞ্জন, এবার নাকি বন্ধ হতে চলেছে সবচেয়ে জনপ্রিয় মেগা ‘চিরদিনই তুমি যে আমার’।
সূত্রের খবর, প্রোডাকশন হাউস আর চ্যানেলের অভ্যন্তরীণ বিবাদ। যার জেরে কোপ পড়তে পারে মেগায়। প্রোডাকশনের হাউসের চ্যানেলের সাথে ঝামেলার জন্য নাকি তার জি-তে তাদের ধারাবাহিক চালিয়ে যেতে রাজী নয়। গুঞ্জন ছড়িয়ে, ফেব্রুয়ারি মাসেই নাকি বন্ধ হয়ে যেতে পারে আর্য-অপর্ণার যাত্রা।
সত্যিই কি তাহলে আর্য-অপর্ণার পথচলায় ইতি? অবশেষে আজকাল ডট ইনের কাছে মুখ খুললেন স্বয়ং নায়িকা অপর্ণা। ধারাবাহিক বন্ধ হওয়া নিয়ে এই সংবাদমাধ্যমকে শিরীন জানিয়েছেন, “সত্যি বলতে কী এখনও পর্যন্ত এই বিষয়ে কিছুই জানি না। আমাদের কাছে কল টাইম আসে, সেই অনুযায়ী কাজ করি। এর থেকে বেশি কিছু জানতেও পারি না। তাই ধারাবাহিকের মেয়াদ যতদিনই হোক কাজ যেমন করছি করে যাব।”
শুধু শিরীন নয়, এই নিয়ে মুখ খুললেন ধারাবাহিক আরেক সদস্য রাজলক্ষ্মী দেবী ওরফে অভিনেত্রী অনিন্দিতা কপিলেশ্বরী। তিনি জানান, “আমার কানেও এসেছে এমন খবর, তবে অফিশিয়ালি কিছু জানি না। তাছাড়া আমাদের এই ধারাবাহিকের টুইস্ট তো সবে এল। এখনও তো অনেককিছু দেখানো বাকি। তাই মনে হয় না এত তাড়াতাড়ি শেষ হবে বলে। দর্শকের একটা চাহিদা তো আছেই, সেটা মেটানোর দায়িত্ব আছে। তাই মনে হয় এটাও গুঞ্জনই।”
ধারাবাহিকের বন্ধ নিয়ে অফিশিয়ালি কোনও ঘোষণা এখনো হয়নি। তবে চ্যানেল আর প্রোডাকশনের হাউসের মধ্যে মনোমালিন্য বহুদিনের তাই এবার চোখ থাকবে চ্যানেলের সিদ্ধান্তের উপর। কারণ একমাত্র চ্যানেলের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত।

