রোম্যান্টিক দৃশ্যে ‘না’! দিতিপ্রিয়ার শর্তে অপমানিত হয়ে সেট ছাড়লেন জিতু! বন্ধ হচ্ছে ‘চিরদিনই তুমি যে আমার’? মুখ খুললেন ‘কিঙ্কর’ ওরফে অভ্রজিৎ

চিরদিনই তুমি যে আমার

ফের নায়ক-নায়িকার ঝামেলা শুটিং সেটে। অপমানিত হয়ে সরে দাঁড়ালেন নায়ক। বন্ধের মুখে জি-বাংলার ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক? ঠিক কি ঘটেছে?

আচমকাই খবর ছড়িয়ে যায়, পুরনো ঝামেলা ফের শুরু। সব কিছু মিটেও মিটছে না পর্দার আর্য-অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া রায় এবং জিতু কমলের মধ্যে। শোনা যাচ্ছে, দিতিপ্রিয়া রায় রোম্যান্টিক দৃশ্যে করতে চান না। এমনকি শর্ত রেখেছেন নায়ক তাকে ছুঁতে পারবে না। প্রযোজনা সংস্থা একতরফা নায়িকাকে প্রাধান্য দিয়ে যাচ্ছে।

দিতিপ্রিয়ার শর্ত মেনেই এতদিন ক্যামেরার কারসাজিতে চলছিল রোম্যান্টিক দৃশ্যের শুটিং। এমনকি যেদিন নায়ক ফ্লোরে পৌঁছালেও নায়িকা সময় মতো পৌঁছান না। এই নিয়েই ঝামেলা শুরু।

সূত্রের খবর, শুটিং চলাকালীন দিতিপ্রিয়ার জন্য সেটে অপেক্ষা করে জিতু। কিন্তু নায়িকা ১৫ মিনিট বাদে সেখানে পৌছায় আর এতে রেগে যান অভিনেতা। অপমানিত হয়ে শুটিং সেট থেকে বেরিয়ে আসেন জিতু। নায়ক-নায়িকার ঝামেলায় নাকি আগামী দিনে ধারাবাহিকের শুটিং বন্ধ হয়ে যেতে পারে এমনটাই শোনা যাচ্ছে।

অবশেষে আনন্দ বাজার অনলাইনের কাছে মুখ খুললেন পর্দার কিঙ্কর ওরফে অভিনেতা অভ্রজিৎ চক্রবর্তী। তিনি আনন্দ বাজারকে জিতু আর দিতিপ্রিয়ার ঝামেলার প্রসঙ্গে জানান,  “ওদের মধ্যে আবার কিছু ঘটেছে কিনা, সেই আঁচ আমি পাইনি। কারণ আমাদের শুটিংয়ের সময় সবসময় এক হয় না। তাই বলতে পারব না। তবে ধারাবাহিক বন্ধের প্রসঙ্গে বলতে চাই, সবটাই দর্শকের হাতে। তাঁরা যত দিন চাইবেন, ধারাবাহিক চলবে। না চাইলে বন্ধ হয়ে যাবে।”