‘রোশনাই’ শেষ হতেই মুম্বাই পাড়ি! বলিউডে পা রাখতে চলেছেন অস্মি?

অস্মি ঘোষ

বর্তমানে অনেক বাঙালি অভিনেত্রী পাড়ি দিচ্ছেন মহানগরী মুম্বাইতে। এবার মুম্বইতে দেখা মিলল ছোটপর্দার আরও এক অভিনেত্রীকে। যাকে দর্শক রোশনাই ধারাবাহিকে ‘আরণ্যক’-এর বোনের ভূমিকায় দেখেছেন। সদ্যই শেষ হয়েছে রোশনাই এর শুটিং। তারপরেই সুদূর মুম্বাই পাড়ি দিলেন অস্মি ঘোষ।

সম্প্রতি অস্মি তার ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি অনুরাগীদের সঙ্গে ভাগ করে নেন মুম্বই থেকে। আর তা দেখে নেটিজেনদের অনুমান অস্মিও কি তবে কাজের সূত্রে এবার মুম্বইতে পাড়ি দিলেন?

যদিও সেই প্রশ্নের উত্তর মেলেনি। কারণ অস্মি যে ছবি শেয়ার করেছেন তা থেকে অভিনেত্রীর কাজের কোন আভাসই পাওইয়া যায়নি। বরং অভিনেত্রীকে মুম্বইয়ের নামি রেস্তোরাঁয় কব্জি ডুবিয়ে সি-ফুড খেতে দেখা গিয়েছে। ছবিগুলি শেয়ার করে অস্মি ক্যাপশনে লেখেন, ‘সি-ফুড ডায়েটে আছি। আমি দেখছি এবং খাচ্ছি।’

এর আগেও পর্দায় ‘ধুলোকণা’, ‘আয় তবে সহচরী’,’করুণাময়ী রাণী রাসমণি’র মতো জনপ্রিয় মেগায় নানা ভূমিকায় দর্শকের নজর কাড়তে দেখা গিয়েছে অস্মিকে।