চেনা ছকের বাইরে বেরিয়ে নিজেকে নতুন ভাবে ধরতে এবার কমিক চরিত্রে অঙ্কুশ হাজরা। তিনি এখন শুধু অভিনেতা নন প্রযোজকও বটে। তবে এবার একেবারে সিলেবাসের বাইরে মাইক হাতে স্ট্যান্ডআপ কমেডিয়ানের ভূমিকায় দেখা গেল অঙ্কুশকে।
চলতি মাসেই ২০ ডিসেম্বর কলা মন্দিরে অনুষ্ঠিত হয়েছে ‘কলকাতা কমেডি কেত্তন’। শালিমার নিবেদিত ‘বঙ্গ ব্যাঙ্গ’ আয়োজিত ‘কলকাতা কমেডি কেত্তন’ অনুষ্ঠানে অঙ্কুশের সঙ্গে ছিলেন পরিচালক সৌরভ পালোধী, আর জে দেবী, অভিনেতা অনিন্দ্য সেনগুপ্ত-সহ আরও অনেকে।
সোশ্যাল মিডিয়া থেকে বড় পর্দা সর্বত্র সকলের মন জয় করার পর এবার কমিক চরিত্রে অঙ্কুশকে পেয়ে বেজায় খুশি তার অনুরাগীরা। যদিও এর আগে একাধিক ছবিতে অভিনয়ের পাশাপাশি রিয়েলিটি শো এবং অ্যাওয়ার্ড শোয়ের সঞ্চালনাও করতে দেখা গেছে অঙ্কুশকে।
View this post on Instagram