
টলি পাড়ায় এখন চারিদিকে ডিভোর্সের খবরে ছড়াছড়ি। কিছুদিন আগেই অভিনেত্রী শ্রীপর্ণা রায়কে ঘিরে হই চই। নিজের সোশ্যাল মিডিয়া থেকে স্বামীর সাথে কাটানো সব মুহূর্তের ছবি মুছে ফেলেন। আর তারপরেই খবর আসে ২ বছরের মাথায় বিয়ে ভাঙতে চলেছেন শ্রীপর্ণার।
তিনি নাকি আলাদা থাকছনে। বিয়ের পর এই প্রথম পার্শ্বচরিত্রে কামব্যাক করছেন অভিনেত্রী। এদিকে তার সোশ্যাল একাউন্টে কোন বিয়ের ছবি নেই। তাহলে কি জল্পনা সত্যি? অবশেষে নিজেই ডিভোর্সের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী।
সত্যি কি ২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানছেন শ্রীপর্ণা? এই প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বলেন, “বিষয়টি সম্পূর্ণ ব্যক্তিগত। তাই এই নিয়ে কোনও মন্তব্য করব না।” সরাসরি না বললেও কি ইঙ্গিতে বুঝিয়ে দিলেন অভিনেত্রী।