
টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী নবমিতা চট্টোপাধ্যায়। খুব বেশি একটা সিরিয়ালে কাজ করেন না তিনি। তবে মাঝেমধ্যে বাংলা সিরিয়ালে তাকে দেখতে পাওয়া যায়।
অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সঙ্গে উত্তমকুমারের নাতনি নবমিতা একসময় বিয়ে হলেও সেই বিয়ে টেকেনি। তবে আচমকাই অভিনেত্রীর একটি ছবি ঘিরে হৈচৈ। আবার কি বিয়ে করলেন নবমিতা। ছবি তেমনি ইঙ্গিত দিচ্ছে।
ছবিতে দেখা যায় নব বধূ রুপে ভাস্বর চট্টোপাধ্যায়ের প্রাক্তন স্ত্রী। লাল বেনারসি, সিঁথি ভর্তি সিঁদুর। ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই সকলে ভাবেন এবার চুপিসারে দ্বিতীয় বিয়ে সালেন নবমিতা। সত্যিই কি তাই?
আসলে অভিনেত্রীর শেয়ার করা ছবিটি পুরনো কোনও সিরিয়ালের শ্যুটিংয়ের দৃশ্যের ছবি। সেই পুরনো ছবিই আবার সামাজিক পাতায় শেয়ার করেছেন অভিনেত্রী। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘নেড়া বেলতলাতে একবারই যায়।’
এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছন, দ্বিতীয় বিয়ে নিয়ে তার পরিবারের আপত্তি না থাকলেও তার রয়েছেন। কারণ তার কাছে বিয়ে মানেই আতঙ্ক। কারণ তিনি প্রথম দাম্পত্যে জীবনে সফল হননি। তাই বিয়ের শখ তার মিটে গেছে। তিনি আর জীবনে বিয়ে করবেন না।
প্রসঙ্গত, ২০১৪ সালে অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ের সাথে গাঁটছড়া বেঁধেছিলেন নবমিতা। ২০২০ সালে তাদের বিচ্ছেদ হয় খুব খারাপভাবে। এরপর ভাস্বর আর নবমিতা দুজনেই আর কেউ বিয়ে করেননি।