
চুপিসারে প্রেম করছেন অভিনেত্রী দেবচন্দ্রিমা সিংহ রায়। সম্প্রতি প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদকের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ উগরে দিয়েছিলেন অভিনেত্রী। এরপরেই ফের আরও একবার অভিনেত্রীর প্রেমের সম্পর্ক নিয়ে জল্পনা শুরু। এর মাঝে কলকাতা ছেড়ে মুম্বইয়ে বেশ কিছু কাজ করে ফেলেছেন দেবচন্দ্রিমা।
সম্প্রতি বিমানবন্দর থেকে নিজের বেশ কিছু ছবি পোস্ট করেছেন অভিনেত্রী। সেখানে পোস্ট করা ছবি দেখেই নেটিজেনদের কৌতূহল আরও বাড়িয়ে তুলেছে। ছবিতে দেখা যাচ্ছে, হাতে পাসপোর্ট আর বোর্ডিং পাস। ছবিতে তার হাতের পাশে দেখা গিয়েছে আরও এক জনের হাত। তবে মনের মানুষের সাথেই কি সফরে বেরিয়েছেন অভিনেত্রী?
তবে নায়িকার জীবনে নতুন মানুষটি কে তা অবশ্য জানা যায়নি। তার পরিচয় এখনও খোলসা করেননি দেবচন্দ্রিমা।