‘এখন তেমন কাজ আসে না’…কাজের অভাবেই কি অভিনয় থেকে দূরে অভিনেতা তমাল রায় চৌধুরী?

তমাল রায় চৌধুরী

বাংলা টলিউডের একজন জনপ্রিয় বর্ষীয়ান তমাল রায় চৌধুরী (Tamal Raichowdhury)। একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন একসময়। তবে বেশ কিছু বছর হল অভিনয় জগত থেকে তিনি হারিয়ে গেছেন।

ইন্ডাস্ট্রিতে এরকম অনেক অভিনেতারা রয়েছেন যারা কাজের অভাবে হারিয়ে গেছেন। তাহলে বর্ষীয়ান অভিনেতার ক্ষেত্রেও কি তেমনটাই ঘটল? সম্প্রতি এক সাক্ষাৎকারে তমাল রায় চৌধুরী  অভিনয় জগতে দূরে থাকা নিয়ে মুখ খুললেন।

এই সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয় হাতে কাজ নেই বলেই কি বাড়িতে বসে আছেন তিনি? উত্তরে বর্ষীয়ান জানান, ঠিক তেমনটা নয়, আসলে শরীর আর দিচ্ছিল না। বুকে পেস মেকার বসলো আর নিজেরই ভালো লাগছিল না। হ্যাঁ, কাজের অফার তেমন আসে না ঠিকই যা আসে অনেক দূরে যেটা সম্ভব নয়।” অর্থাৎ বার্ধক্যজনিত কারণে তার অভিনয় থেকে দূরে থাকা।