স্ত্রী ঐশ্বর্যার সঙ্গে কি সত্যিই বিবাহ বিচ্ছেদ? মুখ খুললেন স্বয়ং অভিনেতা অভিষেক বচ্চন

অভিনেতা অভিষেক বচ্চন

তারকাদের ঘর ভাঙার খবর প্রায়শই চোখে পড়ে। শুধু টলিপাড়ায় নয়, বলিউড কম যায় না। তারকাদের মধ্যে সম্পর্ক ভাঙনের সংখ্যা বেশি সেই ইন্ডাস্ট্রিতেই। প্রায়ই কানাঘুষো শোনা যায় বলিউড অভিনেত্রী ঐশ্বর্য রায় এবং অভিষেক বচ্চন ডিভোর্সের কথা। শোনা যায় একসময় মেয়েকে নিয়ে আলাদা হয়ে যান ঐশ্বর্য রায় বচ্চন।

তবে সেই সব জল্পনায় জল ঢেলে আবার তাদের একসঙ্গে দেখা যায়। মাঝেমধ্যে ঐশ্বর্য-অভিষেক এবং মেয়ে আরাধ্যাকে একসঙ্গে ক্যামেরায় ক্যাপচার হতে দেখা যায়। তবে সত্যি কি বিবাহ বিচ্ছেদের পথে হেঁটেছিলেন তারা? নিজেদের সম্পর্ক নিয়ে কখনোই প্রকাশ্যে মুখ খোলেননি এই বলিউড তারকা দম্পতি।

তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রথমবার স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ নিয়ে মুখ খুলতে দেখা গেল অভিষেক বচ্চনকে। কি জানালেন তিনি?

ইন্সট্যান্ট বলিউডকে দেওয়া এক সাক্ষাৎকারে  সাক্ষাৎকারে অভিনেতা স্পষ্ট জবাব দিয়ে বলেন, ‘মোটা চামড়ার মানুষ হওয়া গুরুত্বপূর্ণ এবং অনলাইনে তাঁর সম্পর্কে যা লেখা হয় তা গুরুত্ব দিই না। দিনের শেষে আমি সুখী পরিবারে ফিরে যাই। আমার মা বা আম্র স্ত্রী কখনো বাইরের জগৎকে বাড়িতে ঢুকতে দিত না।  তাই এই ধরণের গুঞ্জন পোরয়া করি না।”