
অভিনয় জগতে জার্নি শুরু হয়েছিল ছোটবেলা থেকেই। ‘সুবর্ণলতা’ ধারাবাহিকের হাত ধরেই দর্শক মনে ছাপ ফেলেছিলেন ইপ্সিতা মুখার্জি। নিজের ক্যারিয়ার জীবনে সবচেয়ে বেশি রেকর্ড ভেঙ্গেছিলেন ‘কেয়া পাতার নৌকো’ ধারাবাহিকে কিরণ চরিত্রে অভিনয় করে।
এরপর ‘চোখের তারা তুই’, ‘সন্ন্যাসী রাজা’,‘ভক্তের ভগবান শ্রীকৃষ্ণ’, ‘করুণাময়ী রাণী রাসমণি’,‘আলোছায়া’র মতো একের পর এক ধারাবাহিকে নিজের অভিনয় দিয়ে দর্শকের মনে দাগ কেটে গিয়েছে ঈপ্সিতা মুখার্জি।
ছোটপর্দায় পর পর সাফল্যের মাঝে ২০২২ সালে বড় পর্দায় পা রাখেন ইপ্সিতা। সূত্রের খবর, আরও একবার ছোটপর্দায় ফিরছেন তিনি। তবে নতুন ধারাবাহিকে নায়িকা হয়ে নয়। পার্শ্ব চরিত্রে দেখা যাবে ইপ্সিতাকে। জি বাংলার ধারাবাহিক ‘মিত্তির বাড়ি’তে গল্পের নায়ক ধ্রুবর সহকর্মীর ভূমিকায় দেখা যাবে ইপ্সিতাকে। ধ্রুবর মতো তিনিও আইনজীবী। গল্পে ইতিবাচক চরিত্রেই দেখা যাবে ইপ্সিতাকে।
জানা যাচ্ছে, ইতিমধ্যেই একদিনের শুটিং শেষ করেছেন তিনি। খুব তাড়াতাড়ি পর্দায় সম্প্রচারিত হবে ‘মিত্তির বাড়ি’র নতুন পর্ব। সেখানেই নতুন রূপে ধরা দেবেন ইপ্সিতা।